“টাঙ্গাইলের মির্জাপুরে এক অভাবনীয় ঘটনা!
ছাগল নিয়ে তর্ক, এরপর রক্তাক্ত হামলা!
শেষ পর্যন্ত ঘটলো অগ্নিসংযোগ ও ভাঙচুর—গ্রেপ্তার ৩ জন!
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামে সম্প্রতি ঘটে গেছে এক নাটকীয় ও দুঃখজনক ঘটনা। ছাগল বাগানে ঢোকা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে শুরু হয় সহিংসতা। এর জেরে গুরুতর আহত হন আকবর আলী (৬৫)। বর্তমানে তিনি ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পরপরই গিয়াস উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয় এবং দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে উত্তেজনার পারদ চড়ে যায় সোমবার বিকেলে। গ্রামবাসীর মানববন্ধন শেষে একদল উত্তেজিত জনতা গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। চারটি ঘর পুড়ে যায় আগুনে।
এ ঘটনায় গিয়াস উদ্দিনের পুত্রবধূ জাকিয়া আক্তার বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মির্জাপুর থানার ওসি জানিয়েছেন, বাকিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
🔥 এই ঘটনায় সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
চ্যানেল আর এ নিউজ /মির্জাপুর/ শাকিল সিকদার