🎉 গ্রামবাংলার প্রাণে প্রাণ ঢেলে গোড়াইতে বর্ণিল পহেলা বৈশাখ শোভাযাত্রা! 🎉 গ্রামবাংলার প্রাণে প্রাণ ঢেলে গোড়াইতে বর্ণিল পহেলা বৈশাখ শোভাযাত্রা!

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গোড়াই যেন আজ নতুন রঙে রাঙিয়ে উঠেছিল! পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণিল, জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা ও আনন্দ র‍্যালি, যা মুহূর্তেই গ্রামীণ জনপদে সৃষ্টি করে উৎসবের আমেজ।

সকালের আলো ফুগ্রামবাংলার প্রাণে প্রাণ ঢেলে গোড়াইতে বর্ণিল পহেলা বৈশাখ শোভাযাত্রা!টতেই বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হতে থাকে শিক্ষার্থীরা—কে মাটির পুতুল, কে পালকি, কে বা বেদের মেয়ের সাজে সেজে! ঐতিহ্যের গায়ে লাগল নতুন রঙ। শিক্ষার্থীরা পরেছিল পান্জাবি, শাড়ি, গয়নাগাঁটি সহ গ্রামীণ সংস্কৃতির প্রতীকী পোশাক

📍 শোভাযাত্রার রুট
বিদ্যালয় থেকে শুরু হয়ে এটি ঘুরে আসে মিলগেট, নাজিরপাড়া, পালপাড়া—তারপর আবার ফিরে আসে বিদ্যালয় মাঠে। পুরো পথজুড়েই বাজে ঢাক-ঢোল, মুখে মুখে “এসো হে বৈশাখ”-এর গান।

🪷 বিশেষ আকর্ষণ

  • গ্রামীণ পালকি
  • বেদের মেয়ে সাজ
  • নাচ, ঢাক-ঢোল আর বাংলার মাটির গন্ধে ভরা পরিবেশ

এই আয়োজনে শুধু শিক্ষার্থী বা শিক্ষকই নন, পুরো এলাকাবাসী ছিলেন অভিভূত। যেন পুরো গোড়াই মেতে উঠেছিল এক মহা বৈশাখী উৎসবে

প্রতিবেদক: শাকিল সিকদার জহিরুল
মির্জাপুর প্রতিনিধি / চ্যানেল আর এ নিউজ

#পহেলাবৈশাখ১৪৩২ #গ্রামীণশোভাযাত্রা
#গোড়াইউৎসব #টাঙ্গাইলশুভনববর্ষ
#BanglaNewYear2025 #MirzapurVibes
#বাঙালিরঐতিহ্য #শিক্ষার্থীদেরউৎসব
#BanglaCulture #TraditionalRally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *