“চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিজিবি’র বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা ১০টি চোরাচালানকৃত গরু।
ঘটনাটি ঘটে চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে, যেখানে ৫৩ বিজিবি’র মোনাকষা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।
রাত প্রায় ৩টা ৪০ মিনিটে, একটি আমবাগানের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় গরুগুলো আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই গরুগুলো অবৈধভাবে ভারত থেকে এনে দেশের বিভিন্ন হাটে বিক্রির পরিকল্পনা ছিল।
🗣️ ৫৩ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন—
‘সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আমরা সব সময় সতর্ক এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর।’
তিনি আরও জানান, গরুগুলো বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন, এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
🎯উপসংহার:
“এই অভিযান আবারো প্রমাণ করে যে, আমাদের সীমান্তরক্ষীরা দিনরাত কাজ করে যাচ্ছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে। চোরাচালান রোধে এমন আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে স্থানীয়রা।”
চ্যানেল আর এ নিউজ / চাঁপাইনবাবগঞ্জ / মোহাঃ মামুন উর রশিদ