টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই শিল্পাঞ্চল এলাকায় স্বনামধন্য গার্মেন্টস কর্মি তাহার অফিসারদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে সুলতানা নামের ওই নারী শ্রমিক ১৭ ডিসেম্বর ২০২৪ ইং মাসের মির্জাপুর থানা গোড়াই এলাকায় সাউথইস্ট টেক্সটাইল লিমিটেড এ সহকারি অপারেটর পদে চাকরি গ্রহণ করেন চাকুরীর প্রফেশনালকাল শেষ হওয়ার আগেই তার কর্ম আচরণ ও কর্মদক্ষতা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাকে গত ১৬/৩/ ২০২৫ তারিখ বাংলাদেশ শ্রম আইন মোতাবেক তাকে চাকুরীতে স্থায়ীকরণ না করে তাহার আইনগত সকল পাওনা পরিশোধের মাধ্যমে উক্ত সুলতানা কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক পর্যায়ে ওই নারী ক্ষিপ্ত হয়ে ২৩/০৩/২০২৫ ইং তারিখে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগে প্রকাশ থাকে যে ফ্যাক্টরির জিএম এবং ডিজিএম এর কো প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
উক্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে জানতে চাওয়া হলে তদন্তকারী কর্মকর্তা আমাকে জানান তিনি তার তদন্তে উক্ত অভিযোগের বিষয়ে সত্যতা পান নাই।
পরবর্তীতে উক্ত নারী নিজে বাদী হয়ে গত ৫/৪/২০২৫ ইং তারিখে কালিয়াকৈর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন এবং থানা কর্তৃপক্ষ মামলা হিসেবে গ্রহণ করেন উক্ত অভিযোগের বিবরণী প্রকাশ থাকে যে সাউথইস্ট টেক্সটাইল লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলতাব হোসেন ৪/৪/২০২৫ ইং তারিখ শুক্রবার রাত আনুমান১০.৩০ ঘটিকার সময় তাহার ব্যবহৃত মোবাইল ফোন হইতে আমার মোবাইল নম্বর ফোন করিয়া জানাই যে তিনি আমার গত মাসে বেতন দিবে, আমি যেনো উক্ত টাকা নেওয়ার জন্য তার সাথে কালিয়াকৈর থানাদিন গজারিয়া শাকিনস্হ পুরাতন বোর্ড ঘর নামক স্থানে দেখা করি, আমি তার কথা মত সরল বিশ্বাসে আমার বেতনের টাকা পাইবো জানিয়া একই তারিখে রাত আনুমানিক ১১ ঘটিকার সময় কালিয়াকের থানাধীন গজারিয়া শাকিনস্থ পুরাতন বোর্ড ঘর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কে পৌঁছালে উক্ত জিএম আলতাব শাহিনুর ও মিস্টার স্বাক্ষর নামের দুজনকে নিয়ে সাদা রংয়ের একটি হাইস গাড়িতে এসে আমাকে উক্ত গাড়িতে উঠিয়া নিয়ে পাশের একটি জায়গায় নিয়ে শাহিনুর ও স্বাক্ষরের সহযোগিতায় জিএম আলতাব আমাকে ধর্ষণ করে তারপর আমি একটি অটোরিকশা নিয়ে আমি আমার বর্তমান ঠিকানায় বাসায় চলে আসি এবং আমার বাড়ির লোকজনের সাথে আলোচনা করি।
এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে আপডেট জানতে চাইলে তিনি বলেন এ মামলা নিয়ে তদন্ত চলছে অভিযোগকারীনি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে মামলার প্রধান আসামী মিঃ আলতাব এর কাছে এ বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন এ মামলা সম্পূর্ণ মিথ্যা
বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মামলার বাদী সুলতানা ও তার স্বামী শামীম ওসমান ও তার৷ আরো সহযোগীদের নিয়ে তারা আমাদের কোম্পানিতে ও আমাদের কর্মকর্তাদের সম্মান হানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এর পেছনে তাদের বহিরাগদের সাথে নিয়ে আমার নিকট মামলা প্রত্যাহার করে নিবে বিনিময় তাদেরকে ৫ লাখ টাকা দিতে হবে তা না হলে আরো বড় কিছু করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এর পিছনে আরো কোন ভয়ংকর অসৎ উদ্দেশ্য আছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন আমাদের গার্মেন্ট টেক্সটাইল সহ শিল্প সেক্টরে যদি এ ধরনের হয়রানি ও ফাদ পেতে এভাবে নিরব চাঁদাবাজি চলতে থাকে তাহলে গোটা টেক্সটাইল ও আরএমজি সেক্টর দিনে দিনে আরো হুমকির মুখে পড়বে বলে আমি বিশ্বাস করি। আমি আমাদের সরকারের কাছে এ ধরনের ষড়যন্ত্র হয়রানি ও নিরাপত্তাচারের জোর প্রতিকার চাই।
সরজমিনে কারখানার অন্যান্য শ্রমিকদের কাছ থেকে এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তারা সুলতানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন একই সাথে উক্ত মিথ্যা অভিযোগ প্রত্যাহরের এর জন্য আহ্বান জানান।
চ্যানেল আর এ নিউজ / মির্জাপুর / শাকিল সিকদার