সাতক্ষীরার ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতসাতক্ষীরার ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা SAWAB (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে।

SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী, SAWAB এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, ম্যানেজার খোরশেদ আলম, অফিসার তানভীর শুভ, অধ্যক্ষ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, মাস্টার আব্দুল ওহাব, মোহাম্মদ আব্দুল হান্নান, মাওঃ শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সাইফুল আলম, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার সহস্রাধিক রোজাদারা এ সময়ে উপস্থিত ছিলেন।

চ্যানেল আর এ নিউজ / সাতক্ষীরা / আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *