পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই নাজিপাড়া এলাকায় তারার মেলা বিশেষ (প্রতিবন্ধী) স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মেঘনা ইনোভা রাবার কোং লিমিটেড।
🔹 বিশেষ শিশুদের জন্য ভালোবাসার উপহার
🎁 ঈদের আগে এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।
🎁 প্রতিষ্ঠানের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারার মেলা বিশেষ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
🎁 স্কুল কর্তৃপক্ষ মেঘনা ইনোভা রাবার কোং লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
🔹 উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
✅ প্রতিষ্ঠাতা সভাপতি: মোঃ বাবুল আহাম্মেদ
✅ পরিচালক: রেজুয়ানা দেওয়ান
✅ শিক্ষিকা: খন্দকার শারমিন আক্তার
✅ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
সমাজের সামর্থ্যবান মানুষদেরও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারে।
চ্যানেল আর এ নিউজ / মির্জাপুর / শাকিল সিকদার