জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জ মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
২৬ মার্চ, বুধবার,সকাল ১০ টায় উলানিয়া উত্তর ইউনিয়নের চাঁদতারা মসজিদ প্রাঙ্গনে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ২ শতাধিক ব্যক্তির মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, মেহেন্দিগঞ্জ মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মামুন হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ মানব কল্যান স্বেচ্ছাসেবী সংঘঠনের ভাইস-চেয়ারম্যান ছালমা আক্তার বিনু, আরিফ হোসেন মোল্লা,খলিলুর রহমান, মিরাজ হোসেন,জাবেদ খান,বৈষম্য বিরোধী আন্দোলনের মেহেন্দিগঞ্জের মুরাদ খান মুহিদ প্রমুখ।
এই সংগঠনের পক্ষ থেকে এর আগেও অসহার পরিবারের মাঝে কম্বল, ত্রান সামগ্রী,গরীব অসহায় পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিয়ে দেয়া,ঘর তৈরি করে দেয়া, একাধিক মত্তব, মাদ্রাসা, মসজিদ পরিচালনা করাসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে এলাকায় ব্যাপক শুনাম কুঁড়িয়েছে।
এই সংগঠনের চেয়ারম্যান সাউথ আফ্রিকা প্রবাসী মোঃ মামুন হোসেন তার নিজস্ব অর্থায়নে এ সকল সামাজিক কর্মকান্ড চালাচ্ছেন। এলাকাবাসী তার এই কর্মকান্ডে ব্যাপক খুশি।
চ্যানেল আর এ নিউজ / মেহেন্দিগঞ্জ / আতিকুর রহমান