টাঙ্গাইল মির্জাপুর উপজেলার অবৈধভাবে মাটি কাটা রোধে গতরাতে ফতেপুর, লতিফপুর, মহেড়া, বহুরিয়া ও ভাওরা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গতকাল সারারাত অভিযান পরিচালনা করা হয়।
বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় তিন ফসলী জমি অবৈধভাবে কাটছিল এক কুচক্রী মহল, ফলে ঐ এলাকার গোরস্থানটি ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছিল।
সেখান থেকে ইমরান পারভেজ (৩৮) পিং মৃত আব্দুল গফুর শিকদার, সাং দেওহাটা এবং মোঃ মনির হোসেন (৩২) পিং আব্দুল হক, সাং মীর দেওহাটা কে ভেকু ও ড্রাম ট্রাকসহ আটক করে ২টি মামলায় ৫,০০,০০০ টাকা করে ১০লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও মোঃ লেবু মিয়া(৩৫) পিং বিশু মিয়া সাং ত্রিমোহন নামক এক ব্যক্তি অবৈধভাবে মাটি পরিবহন করায় ৫০,০০০/ সহ সর্বমোট ১০,৫০,০০০/ টাকা অর্থদণ্ড করা হয়েছে।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান
চ্যানেল আর এ নিউজ / মির্জাপুর / শাকিল সিকদার