মির্জাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনমির্জাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আজ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্তরে বীর শহীদদের স্মরনে নির্মিত অর্জনে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগন। এর পর বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া,সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র সজসভাপতি আব্দুর কাদের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও চ্যানেল আর এ, দৈনিক একুশের বানী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল আর এ নিউজ / মির্জাপুর / শাকিল সিকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *