সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিতসাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

তিনি বক্তব্য বলেন,পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার পান’।

মানব পাচাররে শিকার ব্যক্তি ও অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের নানা মাত্রিক উদ্যোগ ও জনমনে সচেতনতা তৈরিতে চলমান প্রচারণা কার্যক্রমের প্রশংসা করেন তিনি। 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান,ব্র্যাকের এম আর এস সি কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশিদ,

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ সহ উপজেলার মানব পাচার ও অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ। 

চ্যানেল আর এ নিউজ / সাতক্ষীরা / আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *