ডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান রাজধানীর ডেমরার ইয়েস সমতট টাওয়ার-এর তৃতীয় তলায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মহতী উদ্যোগে প্রায় ৩০০ দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। সভা সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব মোঃ শামছুল আলম।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সফল সংগঠক, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর।
- মানবতাবাদী প্রবীণ সাংবাদিক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ।
- ডেমরা থানা বিএনপি সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব, ডেমরার জনপ্রিয় নেতা সেলিম রেজা চৌধুরী (সেলিম) ও আনিসুজ্জামান (জামান)।
এছাড়া উপস্থিত ছিলেন:
- দৈনিক ঐশ্বী বাংলা পত্রিকার সহকারী সম্পাদক সরওয়ার আরিফ।
- জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আজিজুল হক আজিজ।
- ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়া।
সাংবাদিকদের প্রতি আহ্বান ও আলোচনা
বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে সিয়াম সাধনার তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান।
সেলিম রেজা চৌধুরী (সেলিম) ও আনিসুজ্জামান (জামান) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কবিতা ইসলাম ও পরিচালক তদন্ত রুমেল সরকার।
- ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।
- যুগ্ম সাধারণ সম্পাদক বিমল সরকার, এ.আর. হানিফ, হোসেন মিয়া, শরিফ আহমেদ।
- প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু।
- ক্রীড়া সম্পাদক আজাদ হোসেন।
- সাংবাদিক আজম ইকবাল।
উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
অনুষ্ঠানের শেষে দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডেমরা প্রেসক্লাবের এই মহতী উদ্যোগ এলাকার দুঃস্থ মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে, যা সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
চ্যানেল আর এ নিউজ / ঢাকা / আতিকুর রহমান