ডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দুস্তদের সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দুস্তদের সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেমরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান রাজধানীর ডেমরার ইয়েস সমতট টাওয়ার-এর তৃতীয় তলায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মহতী উদ্যোগে প্রায় ৩০০ দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। সভা সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব মোঃ শামছুল আলম।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সফল সংগঠক, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর
  • মানবতাবাদী প্রবীণ সাংবাদিক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ
  • ডেমরা থানা বিএনপি সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব, ডেমরার জনপ্রিয় নেতা সেলিম রেজা চৌধুরী (সেলিম)আনিসুজ্জামান (জামান)

এছাড়া উপস্থিত ছিলেন:

  • দৈনিক ঐশ্বী বাংলা পত্রিকার সহকারী সম্পাদক সরওয়ার আরিফ
  • জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আজিজুল হক আজিজ
  • ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়া

সাংবাদিকদের প্রতি আহ্বান ও আলোচনা

বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে সিয়াম সাধনার তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান।

সেলিম রেজা চৌধুরী (সেলিম) ও আনিসুজ্জামান (জামান) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কবিতা ইসলাম ও পরিচালক তদন্ত রুমেল সরকার
  • ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন
  • যুগ্ম সাধারণ সম্পাদক বিমল সরকার, এ.আর. হানিফ, হোসেন মিয়া, শরিফ আহমেদ
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু
  • ক্রীড়া সম্পাদক আজাদ হোসেন
  • সাংবাদিক আজম ইকবাল

উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

অনুষ্ঠানের শেষে দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডেমরা প্রেসক্লাবের এই মহতী উদ্যোগ এলাকার দুঃস্থ মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে, যা সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

চ্যানেল আর এ নিউজ / ঢাকা / আতিকুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *