মাহিদ হাসান শাহিন/গাইবান্ধা সুন্দরগঞ্জ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের উদ্যোগে ১৪ ্ মাচ এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলার সম্মানিত সেক্রেটারি মোঃ শাওন হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহে রমাদানের গুরুত্ব, আত্মশুদ্ধি এবং ইবাদতের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্যরা বলেন, রমাদান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মগঠনের মাসও। একজন মুসলিম যেন এই মাসের প্রতিটি মুহূর্ত প্রডাক্টিভভাবে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা সুন্দরগঞ্জ / চ্যানেল আর এ নিউজ