শাকিল সিকদার জহিরুল/মির্জাপুর প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে কটুক্তি করায় নবীনুর ইসলাম (৩৪) নামে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষোপ্ত জনতা।
আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। নবী নুর ইসলামের পিতার নাম জাহের আলী বেপারি।
গোড়াই ইউনিয়ন পরিষদের মেম্বার মজিবর রহমান জানান, নবীনুর ইসলাম দীর্ঘ দিন ধরে হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করে আসছিল। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গতোকাল রাতে স্হানীয় লোকজন নবীনুর ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করেছে। মির্জাপুর উপজেলা বাংলাদেশ ছাত্রশিবিরের উপজেরা শাখার সভাপতি মিরাজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নবীনুর ইসলাম হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে নানা ভাবে ব্যঙ্গ ও কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করায় মুসল্লিদের মধ্যে বিরোপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুর/চ্যানেল আর এ নিউজ