সারাদেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ছাত্রদল।সারাদেশে ধর্ষণের ঘটনায় প্রতিবাদে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মো আরিফুল ইসলাম ইরান/  পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। এর পর মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ধর্ষণের ধটনায় জড়িতদের বিচারের দাবি তোলা হয়। এসময় বক্তব্য রাখেন আনিকা তাবাসসুম তুবা, সুমাইয়া আক্তার শশী, মারজিনা মাহি। তারা বলেন, পোষাকের কারণে নারীরা শুধু ধর্ষণ হচ্ছে না। একজন বোরখা পড়া নারীও বর্তমানে ধর্ষণের শিকার হচ্ছে। অতএব এখানে পোষাক কোন কারণ না। আজ মাগুরা সহ দেশের বিভিন্ন এলাকায় যে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে তারাতো এখনো নারী হয়ে উঠেনি। কিন্তু তারা কেন ধর্ষণের শিকার হইলো। চলমান এমন ঘটনায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ধর্ষকদের কঠিন তম বিচার দাবি করছি। একই সাথে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে ধর্ষকদের নিরাপত্তা না দিয়ে তাদের জনসম্মুখে এসে কঠোর শাস্তি দেয়া হোক।

 পঞ্চগড়/চ্যানেল আর এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *