ডাকাতির প্রস্তুতিকালে ২টি ধারালো চাপাতি, ৪ টি দেশীয় তৈরী বিশেষ ধরণের অস্ত্র, ১টি সুইচ গিয়ার, ১টি স্টিলের লম্বা পুরাতন সেলাই রেঞ্জ উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন ডাকাত গ্রেফতার করে।পুরান ঢাকা থেকে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ পাঁচ জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ

আতিকুর রহমান/ঢাকা প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে ২টি ধারালো চাপাতি, ৪ টি দেশীয় তৈরী বিশেষ ধরণের অস্ত্র, ১টি সুইচ গিয়ার, ১টি স্টিলের লম্বা পুরাতন সেলাই রেঞ্জ উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন ডাকাত গ্রেফতার করে।


জানা যায় গতকাল শনিবার রাত আনুমানিক রাত ১১ টায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্ট এর সামনে পাকা রাস্তার উপর থেকে কোতয়ালী থানার এসআই(নিরস্ত্র)/দেবব্রত সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন কিলো-৩২ ডিউটি করাকালীন ঘটনাস্থলে একদল ডাকাত ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সমবেত হইয়াছে মর্মে গোপন সংবাদের প্রেক্ষিতে উল্লিখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী

০১। মোঃ সাকিব ২। মোঃ ফারহান খান দ্বয়কে উল্লেখিত আলামত সহ গ্রেফতার করা হয়। এসময় ১২/১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি ও প্রদত্ত তথ্য মতে কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল রাতব্যাপি অভিযান পরিচালনা করে তাদের সঙ্গীয় পালিয়ে যাওয়া ডাকাত
৩। সালমান আহম্মেদ, ৪। মোঃ জিহান আহম্মেদ, ৫। মুশফিকুর রহমান জারিফ দেরকে বংশাল থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

১নং আসামীর হেফাজতে থাকা একটি ডিপ ব্লু রংয়ের পুরাতন ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত (ক) ০২ (দুই) টি লোহার তৈরী ধারালো চাপাতি, (খ) ০৩টি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরী বিশেষ ধরণের অস্ত্র, (গ) ০১টি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরী বিশেষ ধরনের অস্ত্র, (ঘ) ০১টি লোহার ধারালো সুইচ গিয়ার চাকু ও (ঙ) ০১টি ১০ ইঞ্চি স্টিলের লম্বা পুরাতন সেলাই রেঞ্জ উদ্ধার পূর্বক ইং ০৮/০৩/২০২৫ তারিখ ২৩:১০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করা হয়। আসামিরা নিজেদেরকে দুর্ধর্ষ আর্মেনিয়ান গ্যাং এর সদস্য হিসাবে পরিচয় প্রদান করে।


আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বলে জানান
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন সিকদার।

ঢাকা/চ্যানেল আর এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *