গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষা কেন্দ্র মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।গাইবান্ধা জেলা ছাত্র সমিতির আয়োজনে ডিআইইউতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: মাহিদ হাসান শাহিন/সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষা কেন্দ্র মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান, এবং সঞ্চালনার করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।


ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা। এছাড়াও বক্তব্য রাখেন এ.টি.এম মাহবুবুর রহমান (ডিন,সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) ফজলুল হক পলাশ (চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) প্রফেসর মো. আব্দুল বাসেত (চেয়ারম্যান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মোঃ সৌরভ মিয়া, সাবেক উপদেষ্টা যোবায়ের পারভেজ পাটোয়ারী,মোস্তফা কামাল, সহ-সভাপতি জামিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয় ও সুলতান মাহমুদ জীম, দপ্তর সম্পাদক ইবনে কৌশিক আকাশ, প্রচার সম্পাদক জান্নাতুল নেছা ইমু, ক্রীড়া সম্পাদক সম্রাট আকবর, এবং এস এম কাব্য, আঙ্গুর, সালেহীন সাদ, সামছুজোহা সরকার, রুবেল মিয়া,মুরাদ আকন্দ,ইশরাত জাহান উর্মি,নুরি আরশি লিসা প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের দুই জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয় ও বিশেষ অবদানের জন্য নির্বাহী কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা প্রদান ও কুইজের আয়োজন করা হয় ও পুরস্কার প্রদান করা হয়। এরপর দোয়া ও ইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সুন্দরগঞ্জ/চ্যানেল আর এ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *