নিজস্ব প্রতিনিথি
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যর্থতার প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- এর মতো স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করতেও তিনি অক্ষম বলে তারা মনে করেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
শিক্ষার্থীদের এই বিক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমর্থন ও আলোচনা হচ্ছে। নারী নিরাপত্তা ও ধর্ষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হচ্ছে।
এদিকে, পুলিশ ও প্রশাসন বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে ক্যাম্পাসে উপস্থিত রয়েছে। তবে বিক্ষোভের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক