লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে। দলটির জেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল।গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মো:জাহিদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি

লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে। দলটির জেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল। জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৯৪৮ সালের ৬মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলেও উপমহাদেশে আরও আগে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তবে বারবার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও শোষণ-বৈষম্যের অবসান হয় নাই। প্রতিটি গণঅভ্যূত্থানে সাধারণ মানুষ জীবন দেয় আর সুবিধা নেয় ধনীক শ্রেণি। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হোন’ আহবান জানানো হয়েছে। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

গাইবান্ধা/চ্যানেল আর এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *