বান্দরবানের সুয়ালেক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রী কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বান্দরবানের সুয়ালকে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রী দুইজনকে কুপিয়ে জখম

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সুয়ালেক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রী কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বিবাদীদের সাথে আমাদের পূর্ব থেকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। গত ২৪ /০২/২৫ সকাল ০৮:৩০ ঘটিকার সময় মোছা: মর্জিনা আক্তার, তাদের বসত ঘরের পাশে জায়গা রান্না করতে সিম ছিড়তে যাইলে বিবাদীদ্বয় আমাকে একা পেয়ে দেশীয় অস্ত্র, লাঠি, চুরি দিয়ে আমাকে মাথার মধ্যে আঘাত করে আমার মাথা
পেঠে যায়।

উক্ত বিষয় আমার স্বামী মোহাম্মদ তসলিম দেখতে পেয়ে দৌড়ে আসে। আমার
স্বামীকে এবং আমার মেয়েকে বিবাদীদ্বয় মারধর করে নিলাফুলা জখম করে দেয় এবং আমার মাথায়
বারি দিয়ে মাথায় রক্তাক্ত করে দেয়। বিবাদীদ্বয় পূর্বের জের ধরে আমার উপর মানসিক ও শারীরিক
নির্যাতন সহ শ্লিতাহানি করে। বিবাদীদের এরুপ কর্মমান্ডে আমি গুরুত্বর
আহত হয়ে বান্দরবান সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং মর্জিনা আক্তার এর স্বামী মো তসলিম প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাকে দেখাশোনা করছেন ।

এমতাবস্থায় মর্জিনা আক্তার এর পক্ষ হয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সাথে আলোচনা করে বিবাদী বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মর্জিনা আক্তার এর মা রিজিয়া বেগম ।এমতাবস্থায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন ।মর্জিনা আক্তার ও তার স্বামী মো: তসলিম সুষ্ঠু বিচার চেয়েছেন প্রশাসন ও সকালের কাছে।

বান্দরবান/চ্যানেল আর এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *