গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়নে প্রতিবছর এই টুর্নামেন্ট গিদারীর রাজধানী কাউন্সিলের বাজারে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন গিদারী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।১১ নং গিদারী কাউন্সিলের বাজারে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে গিদারী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন এসএসসি ব্যাচ

মো: জাহিদুল ইসলাম
গাইবান্ধা, প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়নে
প্রতিবছর এই টুর্নামেন্ট গিদারীর রাজধানী কাউন্সিলের বাজারে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন গিদারী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল সিনিয়র জুনিয়র একত্রে হয়ে ফুটিয়ে তোলে, গিদারী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, এই টুর্নামেন্টটি প্রতিবছরে হওয়াতে আমরা গর্বিত , কেননা মাদক থেকে কিছু স্বস্তি পাওয়া যাবে , ও শিক্ষার্থীদের পরিচিতি থাকে । সর্বশেষ এই আসর হয়েছে ২০২৪ সালে। এবারও চলছে আসরের জন্য জাক-জমক আয়োজন ও পরিকল্পনা। প্রস্তুতি নিচ্ছে প্রতিটা ব্যাচের টিম ম্যানেজমেন্ট ।

কর্ম ব্যস্ততায় একই ব্যাচের সকল শিক্ষার্থী মিলিত হওয়া কষ্টসাধ্য। এই টুর্নামেন্ট হয়ে থাকে সাধারণত দুই ঈদের যেকোনো একটির ছুটিতে। তাই সবাই ঈদের ছুটিতে এসে উপভোগ করে এই আয়োজন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *