শাকিল সিকদার জহিরুল
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইল মির্জাপুর গোড়াই হাঁটুভাঙা রোড ওভার ব্রিজের নিচে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যাবসা চালিয়ে আসছে। মাঝেমধ্যেই তাদেরকে উচ্ছেদ করা হয়। আজ সোমবার বিকেলে আবারো গোড়াই হাইওয়ে থানা ওসি
জনাব মাসুদ খান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এখানে প্রতিদিনই অবৈধভাবে দোকান বসানোর জন্য রাস্তায় গাড়ি সাধারণ মানুষ মিলকারখানার শ্রমিকেরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, তারা রাস্তার উপরে প্রতিদিনই দোকান বসানোর কারণে যানজট লেগেই থাকে।
গোড়াই হাইওয়ে থানার ওসি সাহেবের নেতৃত্বে মাঝেমধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু কি,অভিযান শেষ করে ওসি সাহেব ও টহল টীম নিয়ে চলে যাওয়ার পরই আবার দোকান গুলো বসে যায় এবং যানজটের সৃষ্টি হয়
অত্র এলাকার মানুষ স্থায়ী একটি সমাধান চান যাতে করে রাস্তার উপরে কোন দোকানপাট না বসে।
রাস্তায় দোকান বসার কারনে ক্রেতা বিক্রেতা জীবনের ঝুঁকি রয়েছে বলে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়।
মির্জাপুর/চ্যানেল আর এ