শাকিল সিকদার
মির্জাপুর প্রতিনিধি
চট্রগ্রাম থেকে ছিনতাই হওয়া সয়াবিন তেল ভর্তি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরে উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া সয়াবিন তেলের মুল্য প্রায় ২০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন।
এ সময় আন্তঃজেলা চার ছিনতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মির্জাপুর থানার ঢাকা-–টাঙ্গাইল মহাসড়কের রশিদ দেওহাটা এলাকার বাবুল সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী এলাকা থেকে প্রায় ১৩ হাজার লিটার সয়াবিন তেলসহ ছিনতাই হওয়া একটি ট্রাকটি উদ্ধার হয়।
আজ বৃহস্পতিবার মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান জানান,
চট্রগ্রাম উত্তর পতেঙ্গা থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক নিয়ে ট্রাক চালক রংপুরের উদ্দেশ্যে রওনা হলে ট্রাকটি মদনপুর এলাকায় আসলে ছিনতাইকারী চক্রের সদস্যরা ট্রাক চালক মো. সোহল মিয়া ও হেলপার মো. ওয়াহেদকে মারপিট করে তেলবাহী ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিক্তিতে আজ বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এরাকা থেকে সয়াবিন ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে।ছিনতাইকারী চক্রের মুলহোতাসহ চক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে নেমেছেণ পুলিশ।
অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী সার্ভিস লেনের উপর দিয়ে কয়েকজন দুস্কৃতিকারী একটি অটোরিকসা একটি প্রাইভেটকারের পিছনে বেধে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয় জনতা তাদেরকে ধরে গনপিটুনি দিতে দেয়। এ সময় সোহেল নামের এক ছিনতাইকারী পলিয়ে যায়। সংবাদের দেওহাটা পুলিশ ফাঁড়ির এস আই মো. শাহাদত হোসেন পুলিশ সদস্য নিয়ে ঘটনা স্থলে গিয়ে অটোরিস্কা ও প্রাইভেটকারসহ চার জন ছিতাইকারীকে উদ্ধার করে। ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো, রংপুর জেলার পীরগাছা থানার দিলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাজু হোসেন (৪২), মিঠাপুকুর থানার শ্যামপুর এলাকার রহিম ভরসার ছেলে ইয়ামিন(২৪), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে উজ্জল মিয়(২৮) এবং ফরিদপুর জেলার চাঁদপুর থানার চতর গজার কান্দি এলাকার আইযুব খানের ছেলে মিরাজ খান(৩৬)। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সদস্যরা আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য এবং এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে বরে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচর্জ মো. মোশারফ হোসেন বলেন, ছিনতাই হওয়ায় সয়াবিন তেলভর্তি ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ছিনতাইকৃত সয়াবিন তেলের আনুমানিক মুল্য প্রায় ২০ লাখ টাকা। থানায় মামলা দয়ের করা হয়েছে। চার ছিনতাইকারীর নামে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।