মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান স্বক্ষরিত আদেশে এই ১৪ জন কনস্টবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টটারের কর্মকর্তাগন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গজনিতসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় পুলিমের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে তাদের প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতিপত্র প্রদান করা হয়েছে। তারা প্রশিক্ষণ ক্যাম্প থেকে চলে গেছে।
আজ শুক্রবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগন জানান, গত বছরের২৪ জুন থেকে ৫৪ তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে তারা পেশাগত মৌলিক প্রশিক্ষন েিত এসেছিলেন।৬ মাস ব্যাপি এই প্রশিক্ষণে তাদরে সঙ্গে আরও ৭৯৩ জন কনস্টবল ছিলেন। এর আগে অসুস্থ্যজনিত কারনে ৬ জনকে বাদ দেওয়া হয়।পরবর্তীতে ৭৮৭ জন কনস্টবল প্রশিক্ষণ নিয়েছে। গত ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টবলদের (টিআরসি) সমপানী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলে দেশে চলমান পরিবেশ পরিস্থিতির কারনে তারিখ পরিবর্তন করে আগামী ১২ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়।
এদিকে এডিশনাল ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে জলা হয় বাংলাদেশ পুলিশে ট্রেইিনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ০৭ টি প্রশিক্ষন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি , সারদা, রাজশাহী পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের মির্জাপুর, নোয়াখালী, খুলনা, রংপুর, পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি, এসএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর-২০২৪ তারিখ নির্ধারিত ছিল। অনিবার্য কারনবসত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হল। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়ারি পুননির্ধারন করা হয়েছে।
এ ব্যাপারে অব্যাহতি পাওয়া কনস্টবলদের মধ্যে কয়েকজন বলেন ৬ মাসের মধ্যে ১৯১ দিন তাদের প্রশিক্ষণ হয়েছে। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করা হয়। গতকাল বৃহস্পতিবার হঠাৎ তারা জানতে পারেন তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। চিঠি হাতে পাওয়ার জন্য হতভম্ব ও মর্মাহত হন। কেন তাদরে অব্যাহতি দেওয়া হয়েছে তাও তারা জানেন না। প্রশিক্ষনের সময় শৃঙ্খলা ভঙ্গের মত কোন কাজ তারা করেননি। তাদরে ভাষ্য শুধু বিগত আওয়ামীলীগ সরকারের সময় তাদের নিয়োগ হয়েছে এটাই তাদের অপরাধ। আমরা ন্যায় বিচার আশা করছি।
এ ব্যাপারে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া গনমাধ্যমের সাংবাদিকদের বলেন, কনস্টবল অব্যাহতির বিষয়টি পুলিশের হেডকোয়ার্টার এবং উর্ধ্বতন কতৃপক্ষই ভাল ভাবে বলতে পারবেন। এ বিষয়ে তিনি কোন বক্তব্য দিতে পারবেন না বলে উল্লেখ করেন। তকে ১৪ জন কনস্টবল অব্যাহতি পেয়েছেন এটা জানতে পেরেছেন।