শাকিল সিকদার
মির্জাপুর উপজেলা
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ বর্ণিল আয়োজন ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। চার দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগতায় বর্ণিল এই আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরষ্কার পেয়েছে। রানার্স আপ হয়েছে সোহরাওয়ার্দী হাউজ। শ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে পুরষ্কার লাভ করেছে বড় দলে ক্যাডেট মাইনুল এবং ছোট দলে শ্রেষ্ঠ খেলোয়াড় ক্যাডেট তামিম।
এছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সার্বিক দিক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার পেয়েছে ফজলুল হক হাউজ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সমাপনী দিনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো. মঈন খান ওএসপি, এনডিসি, পিএসসি, জিওসি ৯ পদাধিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, সাভার এরিয়া, সাভার সেনানিবাস, ঢাকা।
পুরষ্কারি বতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৯ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার উদ্ধোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, পিবিজিএম, পিএসসি। এ সময় কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ টি ইভেন্টে দুই শতাধিক ক্যাডেট ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেয় বলে কলেজের শিক্ষকবৃন্দ জানিয়েছেন।
এদিকে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল মো. মঈন খান ওএসপি, এনডিসি, পিএসসি, জিওসি ৯ পদাধিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বলেন, দেশ মাতৃকায় ক্যাডেটদের শুধু ভাল ছাত্র হিসেবে নয়, ভাল মানুষ হতে হবে।
তিনি বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশীলন, দেশাত্ববোধ আর সততার মহিমায় তোমরা গড়ে উঠবে যোগ্য নাগরিক হয়ে-এই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বর্নিভর বাংলাদেশের বিজয় কেতন। প্রধান অতিথির সম্মানে ক্যাডেটগন মুক্তিযুদ্ধ ভিত্তিক মনোজ্ঞ ডিস প্লে প্রদর্শন করে।
চ্যানেল আর এ নিউজ / মির্জাপুর