মির্জাপুরে বিআরডিবি নির্বাচনে সভাপতি-ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত, দুই পদে নির্বাচন অনুষ্ঠিত।মির্জাপুরে বিআরডিবি নির্বাচনে সভাপতি-ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত, দুই পদে নির্বাচন অনুষ্ঠিত।

শাকিল সিকদার। মির্জাপুর

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবির) নির্বাচনে এক দিন আগে সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর (শনিবার) সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন পরিচালনা বোর্ড গতকাল শুক্রবার জরুরী সভায় তা স্থগিত করে দেন।

সভাপতি পদে দেওয়ান শওকত আকবর (আনারস) ও মো. সোহরাব হোসেন (ছাতা) এই দুই জন এবং ভাইস চেয়ারম্যান পদে মো. মেহেদী হাসান সিদ্দিকী (দেয়াল ঘড়ি) ও শরিফুল ইসলাম শরিফ (দোয়াত কলম) দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহণ করেন। সভাপতি পদে প্রার্থী মো. সোহরাব হোসেন ও সহ সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম তাদের প্রতিদ্বন্ধি প্রার্থী দেওয়ান শওকত আকবর ও মেহেদী হাসান সিদ্দিকীর প্রার্থীরার বৈধতা চ্যালেন্স করে দুই পদের নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেন। হাই কোর্টের বিচারক দুই পদে নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

তবে পরিচালক দুইটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩৭ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জনাব মাহফুজ মল্লিক (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাবিবুর রহমান হাবিব মোরগ) পেয়েছেন ২৪ ভোট। পরিচালক পদে ফারুক হোসেন সম্রাট, আবজালুর রহমান দুলাল ও হাবিব বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা সদস্য পদে ফিরোজা বেগম (কলসী) ৩০ ভোট এবং শেফালী বেগম (বই) ৩০ ভোট পান। পরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগন লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করেন শেফালী বেগমকে। এর আগে সদস্য পদে মো. নাজমুল সিকদার বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হন।


এ ব্যাপারে সোহরাব হোসেন ও শরিফুল ইসলাম বলেন, দুই জনের প্রার্থীতা চ্যালেন্স করে হাই কোর্ট রিট করেছিলাম। আবদেন মঞ্জুর করে নির্বাচিত স্থগিত করেছেন।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, হাই কোর্টের নির্দেশ মেনে গতকাল শুক্রবার সভাপতি ও ভাইস চেয়ারম্যান এই দুটি পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরিচালক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় চার জন সদস্য নির্বাচিত হয়েছে।

বিজয়ীদের নিয়ে পৌরসভায় বিজয়ী আনন্দ মিছিল বের করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জনাব হযরত আলী মিয়া সিনিয়র নেতৃবৃন্দ ও যুবদল নেতা ইকবাল হোসাইন সুজন, শাহরিয়ার রোকন,মো:শাহীন চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

চ্যানেল আর এ নিউজ ডেসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *