নিজস্ব প্রতিবেদন
২০১৯ সালের ১৪ জুলাই। চার বছরেরও বেশি সময় আগের কথা। লর্ডসে সেদিন যে রোমাঞ্চ আর উত্তেজনার ঢেউ উঠেছিল, মনে হয় এই তো কদিন আগের ঘটনা! ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর লোমহর্ষক লড়াইয়ের সমাপ্তি ঘটেছিল ইংল্যান্ডের গৌরবান্বিত জয়ে।১০২ ওভার শেষেও ম্যাচ টাই হলে বাউন্ডারির হিসাবে পিছিয়ে থাকায় হৃদয় ভাঙে নিউজিল্যান্ডের।
যেখানে শেষ হয়েছিল, চার বছর পর যেন সেই মুহূর্ত থেকেই আবার শুরু হচ্ছে ট্রফির নতুন লড়াই।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আরেকটি বিশ্বকাপের। আহমেদাবাদের
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই ফাইনালিস্টের লড়াই। এনিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় আয়োজক দেশের
ম্যাচ দিয়ে শুরু হচ্ছে না টুর্নামেন্ট।
চার বছর আগের ফাইনালে যে উত্তেজনা ছড়িয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, তার রেশ আবার ফিরে
এসেছে দুই দলই নতুন আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বলে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ
সময় বেলা আড়াইটায় মাঠে নামছে।
তবে এই ম্যাচে দুই দলেরই অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। গত ফাইনালের অধিনায়ক কেন উইলিয়ামসন চোট
নিয়েও ভারতে এসেছেন। কিন্তু প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। গতবারের চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেওয়া এউইন মর্গ্যান আন্তর্জাতিক অবসরে গেছেন গত বছরের জুনে।
তারপরও কিন্তু দুই দলের সেই ম্যাচের স্মৃতি ঘুরেফিরে আসছেই। উপমহাদেশের কন্ডিশনে ইংল্যান্ড কি পারবে
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে? নাকি নিউজিল্যান্ড ওই হারের শোধ তুলবে, সেটা বলে দেবে সময়।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক