নিজস্ব প্রতিবেদন
ইংল্যান্ডের আক্রমণাত্মক নতুন ব্র্যান্ডের ক্রিকেটের অন্যতম ‘জনক’।এউইন মরগানের নেতৃত্বে সাদা বলে ইংলিশ ক্রিকেটের পুনর্জাগরণের অগ্রসেনানী জস বাটলার।তাঁর ভয়ডরহীন ধরনের খেলা ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সাফল্যের মূল চালিকাশক্তি। অধিনায়কের গুরুদায়িত্বে অথবা একজন সাধারণ ক্রিকেটার, যেকোনো ভূমিকাতেই ম্যাচের বাঁক বদলে দিতে পারেন বাটলার।
এবার বাটলারের নতুন মিশননেতৃত্বের প্রথম দায়িত্বেই জস বাটলার ইংলিশদের ভাসিয়েছেন বিশ্বজয়ের আনন্দে। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকারও ছিলেন বাটলার। এবার অধিনায়কত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে ভারতে এসেছেন শিরোপা ধরে রাখার কঠিন মিশনে।
ওই ভ্রমণের প্রথম লড়াইয়ে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাটলারের দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
চার বছর আগে লর্ডসে তুমুল নাটকীয়তায় মোড়ানো ফাইনালে কিউইদের হতাশায় ডুবিয়ে প্রথমবার বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা হয়েছিলেন মরগান-বাটলাররা। প্রবল চাপের মুখে সেদিন ৫৯ রানের মহামূল্যবান ইনিংস খেলে ম্যাচটা সুপার ওভারে টেনে নেওয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন কিন্তু বাটলারই। আজ সেই ফাইনালের পুনর্মঞ্চায়নে এবং শিরোপা ধরে রাখার স্বপ্নে তাঁর অমন আগ্রাসী কিন্তু দায়িত্বশীল ব্যাটিং ও নেতৃত্বের দিকে তাকিয়ে থাকবে ইংলিশ ক্রিকেটপ্রেমীরা।
বাটলার এই প্রত্যাশা মেটাতে পারবেন কি না, তা সময়ই বলবে। তবে সামর্থ্যের এতটুকুও কমতি নেই তাঁর বা তাঁর দলের। বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত বাটলার, ‘আমাদের চোখ এখন বিশ্বকাপে। দুর্দান্ত একটি দলও আছে আমাদের হাতে। যেকোনো সময় দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারাটা দারুণ রোমাঞ্চকর।
’
দ্বিপক্ষীয় সিরিজ কিংবা আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট—সবখানেই বাটলার অনন্য। চার বা এর পরে ব্যাট করা ব্যাটারদের মধ্যে এখনো যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি বাটলারের। এর মধ্যে ৯টিতেই তাঁর দল হেসেছে বিজয়ের হাসি। নেতৃত্বের ভারে নুয়ে পড়া তাঁর অভিধানে একদমই নেই। টি-টোয়েন্টিতে শুধু একজন ব্যাটার বাটলারের চেয়ে অধিনায়ক বাটলারের রেকর্ড আরো উজ্জ্বল। ৫০ ওভারের ক্রিকেটে পার্থক্যটা আরো বেশি। ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ৪০.৬৭, শুধু অধিনায়ক হিসেবে গড় ৪৫.২১। ২০১৯ সালে বিশ্বকাপ জেতার পর মরগান অবসর নিলে আক্রমণাত্মক ইংল্যান্ডের নেতৃত্বের ব্যাটন অনুমিতভাবেই তুলে দেওয়া হয় বাটলারের হাতে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক