নিজস্ব প্রতিবেদন
অনুষ্ঠিত হলো শহীদ শেখ মোজাফ্ফর ট্রাস্ট এর বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতা-২০২৩।
বৃহওর চট্টগ্রাম জেলা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর স্মরণে, ৪র্থ বারের মত নগরীর পাঠানটুলী এলাকায় ২৯ সেপ্টেম্বর বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতা-২০২৩ আয়োজন করেন শেখ মোজাফ্ফর ট্রাস্ট।ট্রাস্ট এর চেয়ারম্যান কবি খুরশিদ আনোয়ার এর সভাপতিত্বে, বেতার উপস্থাপক রণধীর দে এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব শেখ রায়হান আনোয়ার।
আরো বক্তব্য রাখেন:-
১) বীর মুক্তিযোদ্ধা জনাব জাহেদ আহমেদ।
২)লোকমান খান শের ওয়ানী সুযোগ্য পুত্র গায়েবী মসজিদের সম্মানিত মোতয়াল্লী কামরুল হুদা খান।
৩)২৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুন্সি মিয়া প্রদীপ।
৪)২৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন হাসান মঈন।
৫)ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তপা কামাল টিপু।
৬)বিশিষ্ট শিক্ষা অনুরাগী নুরুল লাহ তুষার।
৭)জাতীয় ক্রীড়াবিদ মনিরুলাহ কাদের।
৮)ডবলমুরিং থানা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাওন বড়ুয়া।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ শেখ মোজাফ্ফর এর অবদান জাতীয় পর্যায়ে তুলে ধরতে আহ্বান জানান। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়দের হাতে ক্রেস্ট দেন এবং ৪০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি প্রদান করা হয়।এতে সার্বিক সহযোগিতা করেন ইরফান উদ্দিন বিজয়,রাজ দাশ রনি,রাফায়াত জিদান,নুরে নওশাদ জুনায়েদ,ফয়সাল উদ্দিন,তাহমিনা আক্তার ফারিয়া।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক