নিজস্ব প্রতিবেদন
নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে
বিশ্রাম চেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও ওপেনার তামিম ইকবাল।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে ৮৬
রানে হেরেছে স্বাগতিকরা। ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেননি লিটন। মাত্র ৬
রানে আউট হয়েছেন। ২৮ বছর বয়সী বিসিবিকে জানিয়েছেন, তিনি মোটেও সুস্থবোধ করছেন না।
ফলে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিবও না থাকায় আজই হয়তো সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অপর কারও নাম ঘোষণা করা হবে।
অপর দিকে, বামহাতি ওপেনার তামিম ইকবালের প্রত্যাবর্তনের ম্যাচটা ব্যাট হাতে খারাপ কাটেনি।
দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রান করেছেন। কিন্তু এখনও কিছুটা অস্বস্তি থাকায় অভিজ্ঞ ওপেনার পুরোপুরি
সুস্থ হয়েই বিশ্বকাপে ফিরতে চাইছেন।
এদিকে,প্রত্যাবর্তন ম্যাচে দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগত মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ বলে ৪৯ রানের ইনিংস খেলার পথে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। গতকালের ম্যাচে মাহমুদউল্লাহ আরও একটি মাইলফলক ছুঁতে পারতেন। আর ১ রানের জন্য ফিফটির পাশাপাশি রিয়াদ মিস করেছেন পাঁচ হাজার রান ও বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হতো তার।
বিসিবি সূত্রে আরও জানা গেছে, তৃতীয় ওয়ানডেতে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল
ইসলাম। এই সিরিজে উপলক্ষে শুরুতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক