অপহরণের এক মাস পর স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব প্রতিবেদন সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী সুমাইয়া খাতুনকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাতে তাকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়। ওই সময় গ্রেফতার করা হয়েছে মুন্না নামের একজনকে। গ্রেফতার মুন্না (২৪) যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। শনিবার (৩ জুন) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান। আমিনুর রহমান জানান, গত ২৯ এপ্রি সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নুর উদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীরের মেয়ে সুমাইয়া কোচিং করতে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তার বাবা নূর উদ্দিন সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রতার রাতে যাত্রাবাড়ীর একটি পরিত্যক্ত ভবন থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় মুন্নাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ। চ্যানেল আর এ নিউজ ডেস্কঅপহরণের এক মাস পর স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদন

সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী সুমাইয়া খাতুনকে
উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাতে তাকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও
এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়। ওই সময় গ্রেফতার করা হয়েছে মুন্না নামের একজনকে।

গ্রেফতার মুন্না (২৪) যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার (৩ জুন) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে
এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।

আমিনুর রহমান জানান, গত ২৯ এপ্রি সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল
এলাকার নুর উদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীরের মেয়ে সুমাইয়া কোচিং করতে যায়।
এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তার বাবা নূর উদ্দিন সাতক্ষীরা সদর থানায়
মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রতার রাতে যাত্রাবাড়ীর একটি পরিত্যক্ত
ভবন থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় মুন্নাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *