‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে, ‘বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়’ নিয়ে লেখার কারণে শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করছে। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা । ‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে এই সাংবাদিককে গ্রেফতার করা হয়।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জীবনযাত্রার খরচ নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়। এতে বলা হয়, কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অনেক গণমাধ্যম বাংলাদেশে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে। শিশু নির্যাতন ও শিশু নির্যাতনের অভিযোগে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ৯ বছরের একটি শিশুকে দশ টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং পরে ওই শিশুর নামে নিজের মতামত প্রকাশ করেন। এটা নিঃসন্দেহে শিশু নির্যাতন ও শোষণের কাজ। দ্বিতীয়ত, তিনি মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিলেন। এসব কাজ নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধের শামিল।