ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, পুলিশ সদস্যদের মাদকমুক্ত করতে তিন বছর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ডিএমপির কনস্টেবল থেকে (এসআই) পদমর্যাদার ১২৬ জন মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
চাকরিচ্যুত হয়েছেন ১১৬ জন পুলিশ কনস্টেবল। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার আগে একজন মারা গেছেন এবং আরেকজন অবসরে চলে গেছেন। বাকি আটজন শাস্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তি বলছেন, পুলিশকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ পরীক্ষা চালু রাখা জরুরি।
ডিএমপি গণনা অনুযায়ী, ডোপ টেস্টে বেশি পজিটিভ হয়েছেন পুলিশ কনস্টেবলরা। টেস্টে মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়া ১২৬ পুলিশ সদস্যের মধ্যে ৯৮ জনই কনস্টেবল।বাকিদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক, ১১ জন (এসআই), একজন ট্রাফিক সার্জেন্ট, সাতজন সহকারী (এএসআই) এবং আটজন নায়েক।
শনাক্তের হার কমে যাওয়া প্রসঙ্গে মোখলেসুর বলেন, ডোপ টেস্ট চালু থাকায় সবাই সতর্ক হয়ে গেছেন, সেই জন্য হয়তোবা ধরা পড়ছে কম।
তবে ডিএমপিতে মাদকাসক্ত পুলিশের সংখ্যা জানা গেলেও ডোপ টেস্টে সারা দেশে শনাক্ত হওয়া মাদকাসক্ত পুলিশ সদস্যদের সংখ্যা জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর।