চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা খালেকুজ্জামান (৭৩)। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গতকাল সকাল থেকেই তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। যে কারণে দ্রুতই ইমপালস হসপিটালে নেওয়া হলে সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তার ভাষ্য মতে সেই স্বপ্ন জীবনের শেষ সময় পর্যন্ত পূরণ হয়নি। তবুও প্রতিনিয়ত আশায় বুক বেঁধে বেঁচে ছিলেন, এক দিন না এক দিন তার স্বপ্নপূরণ হবেই।
একজন খালেকুজ্জামান মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। টিভি নাটকে তার যাত্রা শুরু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। সে সময় তিনি নায়ক রাজরাজ্জাক ও কবরীর সঙ্গে কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় জীবনের শুরুতে টিভিতে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সে সময় লাকী ইনাম, সিরাজ হায়দারের কাছ থেকে মঞ্চে নাটক নির্দেশনার ডাকও পান তিনি। কিন্তু ব্যবসায় এবং এর পাশাপাশি অভিনয়ে সম্পৃক্ত থাকার কারণে মঞ্চে তার নাটক নির্দেশনা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে তিনি মঞ্চনাটক নির্দেশনায় দিয়েছেন।
এদিকে খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। নির্মাতা শিহাব শাহীন সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!”
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’
অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘একজন গুণী শিল্পী এবং ভালো মানুষ অভিনেতা খালেকুজ্জামান ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন, আমিন।’
অভিনেত্রী তানভিন সুইটি শোক প্রকাশ করে বলেছেন, ‘আজ (২১ মার্চ) সকালে অভিনেতা খালেকুজ্জামান আঙ্কেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সব সময় হাসি থাকতো তার মুখে। এতো ভালো ব্যাবহার ছিলো তার। সবাই আমরা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাবো এবং এটাই বড় সত্য।আঙ্কেলের আত্নার শান্তি কামনা করি। আমিন।’
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন।
পরবর্তী সময়ে ব্যবসায়িক কাজে অভিনয়ে খুব একটা নিয়মিত থাকতে পারেননি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বারবার ছুটে এসেছেন এই অঙ্গনে। কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।