আরেকবার যদি জন্ম হয়, ৪৫ বছরের এই জীবনই চাইব: মাকসুদ

১৯৭৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন মাকসুদুল হক। সময়ের হিসাবে এ বছর তাঁর ৪৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘মাকসুদ-৪৫ ইয়ারস ইন মিউজিক কনসার্ট’ শিরোনামে এ কনসার্ট আয়োজক ইউনিভার্সেল মেডিকেল কলেজ। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ সন্ধ্যায় এ কনসার্ট শুরু হবে। আয়োজনে আরও থাকছে ব্যান্ডদল মাইলস, ফিডব্যাক, দলছুট ও পেন্টাগনের পরিবেশনা। ৪৫ বছর পূর্তির আয়োজন নিয়ে মাকসুদুল হকের সঙ্গে কথা হলো।

ভালো লাগে। ভীষণ ভালো লাগে। মনে হয়, আরেকবার যদি জন্ম হয়, ৪৫ বছরের এই জীবনই চাইব।কারণ, এই জীবনে স্ট্রাগল ছিল। ভালোবাসা ছিল। প্রেম ছিল। দ্রোহ ছিল। আরও কত কিছুই ছিল। চোখের সামনে দেশের কত কিছুর পরিবর্তন দেখলাম। জীবনে কত কিছু এল-গেল। সব মিলিয়ে কারও কাছে কোনো অভিযোগের কারণ নেই। জীবনটা যেভাবে গেছে, সেভাবে এলে আমার কোনো আপত্তি নেই।একদম তা–ই, আমি এই জীবনই দেখতে চেয়েছিলাম। হয়তো আরেকটু বেশি পেতে পারতাম। কিন্তু সেটা হয়তো আমার নিজের কারণেই হয়নি। এটাও ঠিক, আমি অন্য দশজনের মতো গা ভাসিয়ে দিইনি। হয়তো কিছু নিয়মনীতি মেনে চলেছি, তা–ও হতে পারিনি। জীবনে অনেক কিছু হওয়ার অনেক কারণ থাকতে পারে, না হওয়ারও অনেক কারণ থাকতে পারে। যতটুকু হয়েছে, তাতে আমি সন্তুষ্ট।আমি চাইতাম, আমি এত ব্যস্ত থাকি যে প্রতিদিন যেন স্টেজ শো থাকে। সেটা তো আর হয় না। বছরে হয়; কারণ, আমাদের তো সিজনাল। শীতকালে হয় তো বর্ষাকালে হয় না। সব সময় যদি গান নিয়ে ব্যস্ত থাকতে পারতাম। শ্রোতাদের সঙ্গে প্রতিদিন সরাসরি দেখা হওয়ার মধ্যে থাকতে পারতাম আরকি।নিজের লেখা ও সুর করা গান ৫০টির বেশি হবে। মিশ্র অ্যালবামে আরও ২০-২৫টি গান আছে। কনসার্টে ঘুরেফিরে ১০টির বেশি গান করা সম্ভব হয় না। কখনো আটটি। নিজের বেশি ভালো লাগার আরও অনেক গান কনসার্টে গাইতে পারি না। এটা নিয়ে একটা দুঃখবোধ রয়ে গেছে। তবে আজকের কনসার্টে অনুরোধ না আসা গানও শ্রোতাদের শোনাব। বলা যেতে পারে, কম প্রচলিত গানও গাইব।

গান গাইব, এটাই আমার স্বপ্ন ছিল। স্বপ্ন যা দেখেছিলাম, তা–ই হয়েছি। ছোটবেলা থেকে আয়নার সামনে গান গাইতাম। বাথরুমে গান করতাম। চিন্তা করতাম, অনেক লোকের সামনে গাইছি—এটা আমার মধ্যে কাজ করত। মা–বাবাও গান পছন্দ করতেন, গাইতেন। দাদি-নানি সবাই গান খুব পছন্দ করতেন। এটা আমার মধ্যে প্রভাব ফেলেছে। তবে আমার আগে পরিবারের কেউই পেশাদার সংগীত চর্চা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *