সি এম আই এর এক যুগ পুর্ত উৎসব পালিত।

চট্টগ্রাম মাল্টিমিডিয়া ইনস্টিটিউ সিএমআই এর এক যুগপূর্তি উপলক্ষে নগরীর হালিশহরস্থ বে লীফ রেস্টুরেন্ট গত ১০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা মিলন মেলা তারকা ম্যাগাজিনের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ড.মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মাহফুজুল হক। পরিচালক বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। বিশেষ অতিথি, প্রেম গোপাল দাশ, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।নীল রতন দাশ, মুক্তিযোদ্ধা। আ ন ম সরোয়ার আলম,অধ্যক্ষ, ওমরগনি এম ই এস কলেজ।

স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় সম্মাননা প্রাপ্ত গুণীজন হলেন
রুহী মোস্তফা, সংগীত শিল্পী। মোঃ বেলাল, সিনিয়র ব্যাংকার। আবুল কাশেম ভুইয়া, ব্যবসায়ী ও উদ্যোক্তা।
শারমিন আক্তার, নারী উদ্যোক্তা। রশীদ এনাম, তরুণ কবি ও গবেষক। ব্যাংকার ও গীতিকার কোহিনুর শাকির সঞ্চালনায় সিএমআই এর সার্বিক দিক নির্দেশনা তুলে ধরেন উপদেষ্টা সোহানা শরমিন তালুকদার, অধ্যক্ষ, এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রাম।

স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যথাক্রমে সিএমআই এর দুই পরিচালকঃসাখাওয়াৎ সোহাগ, পরিচালক (কোর্স)। জামিল আহমেদ চৌধুরী, পরিচালক (প্রোগ্রাম)।

আমন্ত্রিত ও সিএমআই পরিবারের সদস্যদের গান, আবৃত্তি, কৌতুক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে মিডিয়া পাটনার ছিল চ্যানেল আর এ টেলিভিশন। পরে নৈশ ভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *