জমকালো পোশাকে অস্কার মঞ্চে কী করলেন দীপিকা?

গতবছর কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসেবে ভারতকে উপস্থাপন করেছিলেন দীপিকা পাডুকোন। এছাড়াও ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা গেছে তাকে।

মঞ্চে এলেন দীপিকা পাড়ুকোন। এসে জানালেন ভারতের দক্ষিণের সেই গান ‘নাটু নাটু’র কথা।

‘আপনি কি জানেন নাটু কি? যদি না জানেন, তাহলে এখন জানতে পারবেন।’ অস্কারের মঞ্চে এটাই ছিল দীপিকা পাড়ুকোনের কথা। মঞ্চে উপস্থিত হয়ে সেরা মৌলিক গানের জন্য মনোনীত ‘আরআরআর-এর মিউজিক ট্র্যাক ‘নাটু নাটু’-কে ডাকলেন তিনি। মঞ্চে হল গান। সঙ্গে নাচ।

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *