যে কারণে ক্যাটরিনা-ভক্তদের রোষানলে কিয়ারা আদভানি

গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা আদভানি। রাজস্থানে সাত পাকে বাধা পরেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। বিয়ের কর্মযজ্ঞ শেষে কয়েক দিন আগেই শুটিংয়ে ফিরেছিলেন তিনি। নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও বিয়ের পর পর্দায় এসেছে বিজ্ঞাপন চিত্রর মধ্য দিয়ে। আর এতেই বাঁধে বিপত্তি। বিজ্ঞাপনচিত্র নিয়ে ক্যাটরিনা-ভক্তদের রোষানলে পরলেন কিয়ারা। খবর হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি একটি পানীয়ের বিজ্ঞাপনে দেখা গেছে কিয়ারাকে। ওই পণ্যের থিম রঙের সঙ্গে মিলিয়ে হলুদ পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। তাঁর আগে একই পণ্যের বিজ্ঞাপনে দেখে গেছে আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। বিজ্ঞাপনটি প্রচারের পর ক্যাটরিনার জায়গায় কিয়ারাকে দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্যাটরিনার অনেক ভক্তই।

কোনো কোনো ভক্তের মন্তব্য, এই বিজ্ঞাপনচিত্র কিয়ারাকে একেবারেই মানায়নি। কেউ বলছেন, সময় থাকতে কিয়ারাকে সরিয়ে ক্যাটরিনাকে ফিরিয়ে আনার কথা। এ ছাড়া কিয়ারার বিরুদ্ধে অনেক ভক্ত অভিযোগ করেছেন, তিনি নাকি ক্যাটরিনার কাজ চুরি করেছেন!

এখন অনেকগুলো পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন কিয়ারা আদভানি। এবার আরও একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলে ক্যাটরিনা ভক্তরা তা মেনে নিতে পারছে না। কারণ ব্র্যান্ডটির সঙ্গে এত দিন জড়িয়ে ছিল ক্যাটরিনা কাইফের নাম। এরসঙ্গে এই ব্র্যান্ডের চুক্তি শেষ হয়েছে কি না তা জানা যায়নি।

তবে কিয়ারার ভক্তরা অবশ্য বিজ্ঞাপনচিত্রটি নিয়ে খুশি। ক্যাটরিনা ভক্তদের এমন মন্তব্যে মোটেও বিচলিত নন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *