ভাইরাল হওয়া অন্তরঙ্গ ছবি নিয়ে এবার মুখ খুললেন শুভশ্রী

সম্প্রতি স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গাঙ্গুলীর একটি অন্তরঙ্গ ছবি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ছবিটি নিয়ে কেউ কেউ নিন্দাও করেছেন। জন্মদিনে রাজের ঠোঁটে চুম্বন এঁকে দেওয়া সেই ছবি নিয়ে সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন শুভশ্রী।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘যারা ট্রল করেন, তাদের কোনো অস্তিত্ব-ই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’

সাক্ষাৎকারে শুভশ্রী জানান, পুরুষদের তুলনায় নারীদেরই বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে অভিনেত্রী মনে করেন নারীরা শক্তিশালী- এটা সমালোচকরা জানেন বলেই হয় বারবার আক্রমণ হয়।
শুভশ্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৬ বছর কাটিয়ে ফেলেছি, কোনোদিনই দেখিনি যে নারীবাদ, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন, এই শব্দগুলো জনপ্রিয়তা পেয়েছে। তবে আমরা নারীরা প্রতিদিনই লড়াই করছি, আশাকরি একদিন জয়ী হব। নারী-পুরুষ সমান সম্মান থাকা উচিত।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *