তখন তো পিচ্চি ছিলাম...

তাঁর শুরুটা সঞ্চালনা দিয়ে। তবে গত কয়েক বছরে অভিনয়ের ব্যস্ততায় সেভাবে বড় পরিসরের কোনো আয়োজন সঞ্চালনা করা হয়নি নুসরাত ফারিয়ার। এবার তাঁকে দেখা যাবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ অনুষ্ঠান সঞ্চালনা করতে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। ‘উপস্থাপনা তো আমার ভালো লাগার জায়গা। কাজটা আমি খুব উপভোগ করি।’

নুসরাত ফারিয়া জানান, আগে উপস্থাপনার অভিজ্ঞতা থাকায় অনুষ্ঠানটি নিয়ে তাঁর তেমন নার্ভাসনেস নেই। তবে অন্য একটি কারণে উচ্ছ্বাস একটু বেশি। ফারিয়া বলেন, ‘করোনার পর এবার বড় পরিসরে আয়োজন হচ্ছে। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। এর আগে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের সূত্র তাঁর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তাঁর সামনে এই প্রথম সঞ্চালনা করব।’

এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে তিনবার পারফর্ম করেন ফারিয়া—দুইবার একক, একবার দলীয়। তবে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এই প্রথম। ফারিয়া জানান, এর আগে তাঁর সবচেয়ে বড় পরিসরে উপস্থাপনার অভিজ্ঞতা ছিল, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ আর রাহমানের কনসার্ট সঞ্চালনা। ‘তখন তো পিচ্চি ছিলাম, এখন আগের চেয়ে পরিণত। আশা করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভালোভাবে শেষ করতে পারব। আমার তো বটেই, অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদেরও এ আত্মবিশ্বাস আছে, “ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে”, বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *