এবার ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়ে। ক্রমাগত বেড়েই চলেছে লাশের সারি। মৃতদের সেই দীর্ঘ তালিকায় এবার নাম উঠলো তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলানের। খবর বিবিসির।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিশাল এলাকাজুড়ে যেন সৃষ্টি হয়েছে ধ্বংসস্তূপ। তার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার মানুষ। এখনও অনেক মানুষ রয়ে গেছেন ধ্বংসস্তূপের নিচেই, কেউ মৃত কেউ বা জীবীত। তবে চাপা পড়ে থাকা সেসব মানুষের ভেতর মৃতের সংখ্যাি বেশি। তাদের জীবিত উদ্ধার করে আনতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

উদ্ধারকাজ চালানোর সময়ই তুর্কাসলানের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল। তুরস্কের এই গোলরক্ষকের ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোরের পক্ষ থেকেই তার মৃত্যুর বিষয়টী নিশ্চিত করে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ এইয়ুপ তুর্কাসলান- ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার মৃত আত্মার শান্তি কামনা করছি।’

টুইটাইরে দেওয়া শোক বার্তায় ক্লাবটি আরও জানায়, ‘আমরা কখনোই তোমাকে ভুলবো না। আমাদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলে তুমি।’

তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক ফুটবলার ইয়ানিক বোলাইজ। বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল চাইকু রিজেসপোরে খেলা এই উইঙ্গার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আহমেত এইয়ুপ তুর্কাসলান ভাই, তোমার আত্মার শান্তি কামনা করছি। মনে হচ্ছে, এই মুহূর্তে তাকে ডাগআউটে দেখতে পাচ্ছি আমি। এরপরই মনে হচ্ছে সে নাই, চলে গেছে।’

বোলাইজ আরও বলেন, তার পরিবার এবং ইয়েনি মালায়াতইয়াসপোরে তার সতীর্থদের প্রতি আমার সমবেদনা তাহকলো। আমরা সবাই যেন প্রয়োজনের সময় সবাইকে সাহায্য করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *