ভালোবাসা দিবসের বাকি আর মাত্র এক সপ্তাহ। কিন্তু এই এক সপ্তাহে বসে থাকার কোনো সুযোগ নেই। আজ গোলাপ দিবস বা রোজ ডে দিয়ে শুরু হয়ে গেছে ভালোবাসা দিবসের দিনক্ষণের গণনা। এরপর ধীরে ধীরে প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে পাড়ি দিয়ে পৌঁছাতে হবে ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভালোবাসা দিবসে। তাই রোজ ডের শুরুটা ভালো হওয়া চাই। আর ভালো কিছু শুরু করতে গোলাপের পাশাপাশি পাঠিয়ে দিন ছোট কিন্তু ভালোবাসায় টইটম্বুর কিছু বার্তা।
নিজস্ব প্রতিবেদন