মেসির গালে হাত, বিশ্বকাপ জিতেও একটি কারণে অনুতপ্ত মেসি

মেজাজ হারিয়েছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের পর দুই কানের দুই দিকে হাত দিয়ে করেছিলেন বিশেষ উদযাপন। ডাচ কোচ ফন হালের দিকে এগিয়ে গিয়েও বলেছিলেন কিছু একটা। আর ম্যাচসেরা হওয়ার পর সাক্ষাৎকার দেওয়ার সময় নেদারল্যান্ডসের উইঘর্স্টকে বলেছিলেন, ‘এদিকে তাকিয়ে কী দেখছ নির্বোধ।’

বিশ্বকাপের প্রায় দেড় মাস পর রেডিও উরবানা প্লেই-কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে সেই আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন মেসি, ‘যা করেছিলাম সেটা ঠিক করিনি। খেলায় প্রচুর উন্মাদনা থাকে। গোটা ম্যাচে ১৫টি কার্ড দেখানো হয়েছে। এমনিতেই রেফারি ও প্রতিপক্ষের ওপর রেগে ছিলাম। তাই সে সময় ওদের ফুটবলারকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে আমার সংযত থাকা উচিত ছিল। চাই না, কারো কাছে আমার এই রূপটা প্রকাশ পাক।’

৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত মেসি, ‘মনে হয় ২০১৪ বিশ্বকাপের আগে বলেছিলাম যে জানি ঈশ্বর আমাকে একটা বিশ্বকাপ উপহার দেবেন। এরপর ব্রাজিলে খুব কাছে গিয়েও হতাশ হয়েছি। তখন মনে হয়েছিল, ঈশ্বর হয়তো আমার জন্য এটা জমিয়ে রেখেছেন। ম্যারাডোনার হাত থেকে ট্রফিটা পেলে খুশি হতাম।

তবে ম্যারাডোনা ছাড়াও ওপর থেকে যাঁরা আমাদের ভালোবাসে, তাঁদের ভালোবাসার শক্তি ছিল বলেই এটা সম্ভব হয়েছে। সেই দিনের পর থেকে আমার জন্য সব কিছু বদলে গেছে।’

নিজস্ব প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *