গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে গোটা ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। পরে আর্জেন্টিনা ঠিকই বিশ্বকাপ জিতে নিয়েছে। ওই ম্যাচ খেলা দুই সৌদি ফুটবলারকে এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল নাসরে রোনালদোর কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন সুলতান আল-ঘান্নাম এবং আবদুলেলাহ আল আমরি।
আর্জেন্টিনার গনসালো মার্টিনেজও এখন রোনালদোর সতীর্থ। গোলকিপার ডেভিড ওসপিনাও রোনালদোর পরিচিত। পর্তুগিজ ফুটবলার জুভেন্টাসে খেলার সময় ওসপিনা খেলতেন নাপোলিতে। রোনালদো ফুটবলজীবনের ৭৬০তম গোলটি করেছিলেন ওসপিনার বিপক্ষে। সাধারণত, ফুটবল ক্যারিয়ার শেষ করা তারকারাই টাকার জন্য সৌদির লিগে খেলতে যান। তাই বড় কোনো তারকাকে রোনালদোর সতীর্থ হিসেবে দেখার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
ইতোমধ্যেই আল নাসরের জার্সিতে অভিষেক হয়ে গেছে সিআর সেভেনের। ক্লাবটির আক্রমণভাগে রোনালদো পাবেন ব্রাজিলের টালিস্কাকে। এখনও জাতীয় দলে ডাক না পাওয়া এই ফুটবলার অতীতে বেনফিকা, বেসিকতাসের মতো ক্লাবে খেলেছেন। তারপর চলে যান চীনে। গুয়াংঝুর হয়ে খেলার পর গত বছর যোগ দেন আল নাসরে। ব্রাজিলের আরেক ফুটবলার লুইজ গুস্তাভোকে সতীর্থ হিসেবে পাবেন রোনালদো। এই মিডফিল্ডার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন।
নিজস্ব প্রতিবেদন