পারুলের গজলে মুগ্ধ শ্রোতারা

চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী নাদিরা পারভীন পারুল গত ১৮ জানুয়ারী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মেহেফিলে গজল শিরোনামে একক গজল গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানটি শুরু হয়েছিল বেগম আকতারের বাংলা ঠুমরী দিয়ে।

অনুষ্ঠানের সব শেষ গানটি ছিল লতা মুঙ্গেশকারের মোহে পাংঘাট পে নন্দ লাল রাগাশ্রয়ী । সংগীত জগতে দীর্ঘদিন ধরে পদচারনা পারুলের। বিশেষ করে গজলের উপর রয়েছে তার বেশ ভাল দখল। চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ।

বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান মো. ইলিয়াস। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের। বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক কামরুল আযম চৌধুরী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফ মাসুদ।

যন্ত্রে যারা সহযোগিতা করেছেন তারা হলেন তবলায় লিটন মিত্র, কিবোর্ড রুমেন শীল, অক্টোপ্যাড অভিষেক দাশ, বেহালায় শ্যামল দাশ, এ্যাকোস্টিক গীটার বিজয় দাশ, ঢোলক উত্তম আচার্য, বেইজ গীটার তন্ময় দত্ত, সেতার জ্যোতি ব্যানার্জি এবং বাঁশীতে মৃতুঞ্জয়। প্রেস বিজ্ঞপ্তি।

নিজস্ব প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *