মুক্তির আগে পরিবেশক, সিনেমা হলমালিকদের প্রতিদিনই কোনো না কোনো বাধার মুখে পড়তে হচ্ছে। গতকাল সোমবার ভারতের গুজরাটের সুরাতের এক সিনেমা হলে স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা–কর্মীরা সিনেমাটি মুক্তিতে বাধা দেন। এ সময় তাঁরা সিনেমার হল ঘেরাও করেন, ঘুরে ঘুরে ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়তে থাকেন। কেউ কেউ সিনেমা বন্ধের স্লোগান দেন। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় হইচই। একসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসে পুলিশ। তারাও কিছুটা বাধার মুখে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এমন বিতর্ক হয়তো এর আগে শাহরুখকে দেখতে হয়নি। যে বিতর্কের শুরু একটি গান থেকে, যেখানে দীপিকার গায়ে ছিল গেরুয়া বিকিনি। একসময় সেন্সর বোর্ড আটকে দেয় ‘পাঠান’। সেন্সরের বাধা পেরোলেও সিনেমাটি নিয়ে একের পর বিতর্ক চলতেই থাকে। বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ আটকাতে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে সোচ্চার বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী। শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিয়মিত চলছে সিনেমাটির পোস্টার পোড়ানো, ছেঁড়াসহ মুক্তিতে বাধা দেওয়ার নানা কর্মসূচি। ‘পাঠান’ প্রসঙ্গে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন অঞ্চলের মুখ্যমন্ত্রীরা। আতঙ্ক যেন বেড়েই চলেছে। এর মধ্যেই রাত পোহালে মুক্তির প্রহর গুনছে সিনেমাটি।
গত বছর ছিল বলিউডের জন্য চরম দুঃসময়। অন্যদিকে দক্ষিণি সিনেমার জয়জয়কার ছিল। সেখানে হোঁচট খায় বলিউডের সিংহভাগ সিনেমা। এর মধ্যেই আশা জাগাচ্ছে ‘পাঠান’। চার বছর পর শাহরুখের নতুন সিনেমা নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ। অন্যদিকে সিনেমাটির শো সকাল ৬টায় চালুর ঘোষণা দিয়েছে অনেক সিনেমা হল কর্তৃপক্ষ, টিকিটের দাম বেড়ে ২৫০০ টাকা করা হয়েছে, তারপরও টিকিট পাচ্ছেন না দর্শক। অগ্রিম টিকিট বিক্রিতে গড়তে যাচ্ছে রেকর্ড। এর মধ্যেই অদ্ভুত ব্যাপার, সিনেমাটির তারকারা নেই প্রচারণায়। যেখানে সব সময় বলা হয়, বলিউডের তারকারা প্রচারণায় পিছিয়ে, সেখানে কেন প্রচারণায় নেই শিল্পীরা, এর কারণ, নতুন করে আর বিতর্ক চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাঠান’ নিয়ে নতুন কোনো বিতর্ক নয়। যে কারণে শাহরুখ খান, দীপিকা ও জন আব্রাহামরা আপাতত আর কোনো সাক্ষাৎকার দেবেন না। তাঁরা কথা বললেই শুরু হতে পারে বিতর্ক। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় মধ্যপ্রদেশেও উত্তাপ ছড়ায়। সিনেমাটি মুক্তি পাওয়ার অযোগ্য, এমনটাই বলেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি দীপিকার আপত্তিকর পোশাক নিয়ে কথা বলেন। এমন সিনেমা নিষিদ্ধ হোক, এটাও তিনি চেয়েছিলেন। সে সময় গণমাধ্যমে মন্ত্রী জানিয়েছিলেন, ‘বেশরম রং’ গানের পোশাকগুলো অত্যন্ত নোংরা মানসিকতা থেকে বেছে নেওয়া হয়েছে। আপত্তিকর এসব বিষয়বস্তু বাদ না দিলে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কি না সন্দেহ আছে। ‘পাঠান’ বিতর্ক নিয়ে কেউ কেউ ব্যক্তি শাহরুখকেও আক্রমণ করেছেন। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অযোধ্যার সাধু পরমহংস আচার্য শাহরুখ খানকে হুমকি দিয়ে বলেছেন, ‘তাঁকে (শাহরুখ) সামনে পেলে পুড়িয়ে মারা হবে।’ সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজস্ব প্রতিবেদন
