নিজস্ব প্রতিবেদন
ঈদুল আজহার আগে সড়ক পথের ভোগান্তি ছিল চরমে। কমলাপুর থেকে ট্রেনও ছেড়েছে বিলম্বে।
ঈদের আগে টিকিট কাটায় ভোগান্তি ছিল, ট্রেন ছেড়েছে বিলম্বে।
আবার সেই ভোগান্তি ঈদের পরও রয়ে গেলো। এর শেষ কোথায়।
এদিকে নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলো সকাল
পৌনে ৯টায় যথা সময়েই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে।
সেসব ট্রেন ওয়াশ শেষে আবার নিদির্ষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এছাড়া আজও (১৬ জুলাই) অনেকে ঢাকা ছাড়ছেন।
তবে ঢাকা ছাড়ার তুলনায় ঢাকা ফেরা যাত্রীদের সংখ্যা
চোখে পড়ার মতো ছিল। যারা ঢাকায় ফিরছেন তাদের অধিকাংশই চাকরিজীবী।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক