নিজস্ব প্রতিবেদন
পাঁচ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসার
পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।
জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করে শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার
রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘৫ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের
চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন যারা করোনা আক্রান্ত হচ্ছেন,
তাদের উপসর্গ প্রকাশ পাচ্ছে না। তাই মাস্ক পরা,
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।’
চ্যানেল আর এ নিউজ ডেস্ক