নিজস্ব প্রতিবেদন
পদ্মা সেতুর নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে বলে
জানিয়েছেন সেতুর ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লে. কর্নেল মো.
রবিউল আলম।
তিনি বলেছেন, ‘পদ্মা সেতুতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড থেকে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে’।
সোমবার (২৭ জুন) বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এ
প্রেস ব্রিফিং করে সেতুর নিরাপত্তার সার্বিক তথ্য তুলে ধরেন তিনি।
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ইনচার্জ ও সেতুর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন বলেন,
‘সোমবার কিছু সংখ্যক মোটরসাইকেল সেতু পার হওয়ার জন্য টোল প্লাজায় আসেন।
সরকারের নির্দেশনা মোতাবেক সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে।
সেতুর নিরপত্তায় কাজ করছে সেনাবাহিনী। গাড়ির তেমন চাপ নেই।’
চ্যানেল আর এ নিউজ ডেস্ক