নিজস্ব প্রতিবেদন
ই দিন ধরে স্থবিরতা নেমে এসেছে বাংলাবাজার ফেরিঘাটে। ২৪ ঘণ্টা কোলাহলপূর্ণ ঘাটটি বর্তমানে হয়ে পড়েছে প্রায় জনশূন্য। গত ২৬ মের পর থেকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ফেরি বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। আর পদ্মা সেতু চালুর পর থেকে বাংলাবাজার ঘাটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে স্থবিরতা নেমে এসেছে। গেল দুই দিনে অল্পসংখ্যক লঞ্চ-স্পিডবোট চলেছে পদ্মা নদীতে। এ ছাড়া এ ঘাটের হোটেল, কনফেকশনারি, ফল, চায়ের দোকানসহ শত শত দোকান হয়ে গেছে বন্ধ। ফলে ব্যবসায়ী ও হকাররা অলস সময় পার করছেন।
বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে আগে ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট আর ১৭টি ফেরি নিয়মিত চলাচল করত। তবে পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে এক মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প রুট হিসেবে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট দিয়ে তিন থেকে পাঁচটি ফেরি চলাচল করছে।’
চ্যানেল আর এ নিউজ ডেস্ক