নিজস্ব প্রতিবেদন
কক্সবাজার সদরে বোনকে বখাটেদের হাত থেকে
বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভাই।
ঘটনাটি ১২ দিন আগে ঘটলেও শনিবার (১১ জুন) বোনের
ইজ্জত রক্ষায় ভাইয়ের প্রাণপণ চেষ্টা এবং বেধড়ক মার
খাওয়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় বখাটেরা ফিল্মি স্টাইলে নাফিসা আক্তার নামের
এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বোনকে রক্ষায় এগিয়ে আসেন
সেই তরুণীর ভাই আব্দুল মোনাফ। বখাটেদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বোনকে রক্ষা
করতে পারলেও বেধড়ক মারধরের শিকার হয়েছেন মোনাফ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের
সদর উপজেলার খুরুশকুল ইউপির আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায়।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ করলেও পুলিশ
এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। মোনাফ জানান, ঘটনার পরপর তিনি হাসপাতালে যান।
সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দেন তিনি।
এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) নাছির উদ্দিন মজুমদার। তার দাবি,
তারা এমন ঘটনার কোন অভিযোগ পাননি। শনিবার যখন ভিডিওটি ভাইরাল
হওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক